ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুখ খুললেন অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
মুখ খুললেন অমিতাভ অমিতাভ বচ্চন

‘পানামা পেপারস’ কেলেঙ্কারির ঘটনায় স্তব্ধ বিনোদন বিশ্ব। অর্থ পাচার ও কর ফাঁকির সঙ্গে ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের জড়িত থাকার তথ্যও ফাঁস হয়েছে।

নিজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরও চুপ ছিলেন বিগ বি।

অবশেষে এ নিয়ে মুখ খুললেন অমিতাভ। তার দাবি, তিনি সব কর পরিশোধ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মঙ্গলবার (৪ এপ্রিল) ৭৩ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘আমার নামের অপব্যবহার করা হয়েছে। বিদেশে অর্থ পাঠানোর বেলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোর কর দিয়েছি। ভারতের বাইরে যেসব অর্থ ব্যয় করেছি, সেসবের করও পরিশোধ করেছি। ’

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৩ বছর আগে সি বাল্ক শিপিং কোম্পানি লিমিটেড, লেডি শিপিং লিমিটেড, ট্রেজার শিপিং ও ট্রাম্প শিপিং লিমিটেডের পরিচালক নিযুক্ত ছিলেন অমিতাভ। এর একটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে আর বাকি তিনটি বাহামাসে অবস্থিত। তবে তার দাবি, ‘এসব প্রতিষ্ঠানের কথা আমি জানি না। কখনও এগুলোর কোনোটির পরিচালক ছিলাম না। ’

পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১ কোটি ১০ লাখ গোপন নথি ফাঁসের এই ঘটনা ব্যাপকভাবে নাড়া দিয়েছে গোটা বিশ্বে। প্রতিষ্ঠানটির শাখা আছে ৩৫টি দেশে।

এ নথিতে জানা যায় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একটি প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার ছিলেন ঐশ্বরিয়া। ২০০৮ সালে প্রতিষ্ঠানটি বিলীন হয়ে যায়। তবে নিজের মিডিয়া উপদেষ্টার মাধ্যমে তিনি বলেন, ‘এসব নথি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ’

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।