ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বেঙ্গল ফাউন্ডেশনের পাঁচ দিনব্যাপী বৈশাখ উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
বেঙ্গল ফাউন্ডেশনের পাঁচ দিনব্যাপী বৈশাখ উৎসব

‘চিত্ত জাগুক গানে গীতে কাব্যে কথায়’- এই বোধ ও প্রত্যাশায় সঞ্জীবিত হয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে পাঁচ দিনের বৈশাখ উৎসব। আগামী ৯ এপ্রিল শুরু হয়ে এই সংগীত উৎসব চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

বেঙ্গল শিল্পালয়ে প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকছে নজরুল, রবীন্দ্রনাথ, তিনকবি, রাগাশ্রয়ী, লোক ও উচ্চাঙ্গসংগীতের বিশেষ আয়োজন। এগুলো পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পীরা।

৯ এপ্রিল সকাল সাড়ে দশটায় প্রথম অধিবেশনে থাকছে গীতবিতান বাংলাদেশ, সিলেট ও মেপ্ল লীফ ইন্টারন্যাশনাল স্কুলের শিশুদের সমবেত গান, আবৃত্তি ও নাচ। এরপর বাংলাদেশ পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখাবে পাপেট শো। দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা ৭টায় নজরুলসন্ধ্যা সঞ্চালনা করবেন ইকবাল বাহার চৌধুরী। গান গাইবেন চম্পা বণিক, শহিদ কবির পলাশ, লতিফুন জুলিও, বিজন চন্দ্র মিস্ত্রি, মোহাম্মদ শোয়েব, শারমিন সাথী ইসলাম, নাসিমা শাহীন, ইয়াকুব আলী খান ও খায়রুল আনাম শাকিল

দ্বিতীয় দিন (১০ এপ্রিল) রবীন্দ্রসন্ধ্যা সঞ্চালনা করবেন হাসান আরিফ। এখানে গাইবেন সেমন্তী মঞ্জরী, ফারহিন নুসরাত জয়িতা, সৈকত মজুমদার, নির্ঝর চৌধুরী, অদিতি মহসিন, লাইসা আহমদ লিসা, বুলবুল ইসলাম, শামা রহমান, ফাহিম হোসেন চৌধুরী, মহিউজ্জামান চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা।

১১ এপ্রিল থাকবে তিনকবি ও রাগাশ্রয়ী সংগীতসন্ধ্যা, সঞ্চালনায় লুভা নাহিদ চৌধুরী। পরিবেশনায় ফারহানা রহমান কান্তা, অলোক কুমার সেন, মাহমুদুল হাসান, অনিন্দিতা চৌধুরী, ঝুমা খন্দকার, তানভীর আলম সজীব, সুবীর নন্দী ও ইফ্ফাত আরা দেওয়ান। চতুর্থ দিন (১০ এপ্রিল) লোকসংগীতসন্ধ্যার সঞ্চালক কিরণ চন্দ্র রায়। তার পাশাপাশি এদিন গান গেয়ে শোনাবেন লাবিক কামাল গৌরব, ভজন বাউল, সিদ্দিকুর রহমান, হালিমা পারভীন, বিমান চন্দ্র বিশ্বাস, চন্দনা মজুমদার। দোতারা বাদনে থাকবেন ফাইজুর রহমান। দলীয় যন্ত্রসংগীত পরিবেশন করবেন মনিরুজ্জামান (বাঁশি), ইউসুফ খান (সরোদ), নুরুজ্জামান বাদশা (বেহালা), একরাম হোসেন (এসরাজ) ও ইফতেখার আলম ডলার (তবলা)।

সমাপনী দিনে থাকবে উচ্চাঙ্গসংগীতসন্ধ্যা। এ আয়োজন সঞ্চালনা করবেন সুবীর নন্দী। এদিনের শিল্পীরা হলেন দলীয় বাদনে সবুজ আহমেদ (তবলা), শান্ত আহমেদ (বেহালা), কামরুল আহমেদ (বাঁশি)। ধ্রæপদ পরিবেশনায় পরম্পরা শিক্ষার্থী রাজিয়া সুলতানা, পাখাওয়াজে মীর নাকিবুল ইসলাম। মোহনবীণা পরিবেশন করবেন দোলন কানুনগো, তবলায় থাকবেন স্বরূপ হোসেন। খেয়ালে থাকছেন পরম্পরা শিক্ষার্থী বর্ষা মজুমদার ও প্রিয়াঙ্কা দাস, তবলায় সবুজ আহমেদ, হারমোনিয়ামে সুপ্রিয়া দাশ। সেতারে সুরের মূর্ছনা ছড়াবেন এবাদুল হক সৈকত, তবলায় সঙ্গত করবেন স্বরূপ হোসেন। সবশেষে খেয়াল পরিবেশন করবেন প্রিয়াংকা গোপ। তাকে তবলায় ইফতেখার আলম ডলার ও হারমোনিয়ামে সঙ্গ দেবেন বিজন চন্দ্র মিস্ত্রি।

অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত। ঠিকানা- বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭ (পুরাতন), শেখ কামাল সরণি, ধানমণ্ডি, ঢাকা। আয়োজকদের পক্ষ থেকে বেঙ্গল ফাউন্ডেশনের সংগীত বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক জাহিদুল হক বলেন, ‘বাঙালির ঐতিহ্যিক সংস্কৃতি ও জীবনযাপনে নববর্ষের আবেদন বহুমাত্রিক। নববর্ষ আবাহনে এই উৎসবে মানুষের সঙ্গে মানুষের প্রীতি ও মানবিক হওয়ার সাধনা আবাহন করবো আমরা। আমাদের সকল কর্মসূচিতে এই বোধ ও চেতনা সঞ্চারে আমরা প্রয়াসী। ’

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।