ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যার মাথা থেকে এসেছে ‘ফ্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
যার মাথা থেকে এসেছে ‘ফ্যান’

প্রথম টিজার বের হওয়ার পর থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘ফ্যান’ নিয়ে কৌতূহলের ঢেউ উঠেছে। তিনি অভিনয় করেছেন বলেই শুধু নয়, প্রিয় তারকার সঙ্গে নিজের চেহারার মিল আছে এমন এক ভক্তকে ঘিরে সাজানো হয়েছে ছবিটি।

চমকপ্রদ ব্যাপার হলো, এই অভিনব ভাবনা প্রয়াত কিংবদন্তি নির্মাতা যশ চোপড়ার মাথাতেই এসেছিলো প্রথম। কালারস টিভি চ্যানেলের ‘কমেডি নাইটস বাঁচাও’ অনুষ্ঠানে অজানা তথ্যটি জানান শাহরুখ। ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, “খুব কম মানুষই জানে, ‘ফ্যান’-এর ভাবনাটা দশ বছর আগে যশজি প্রথম বলেছিলেন আমাকে। এ নিয়ে কাজ করতে উদগ্রীব ছিলাম। কিন্তু কিছু কারণে তা হয়নি। এই সময়ে এসে তার ভাবনার বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত। ”

মনীষ শর্মা পরিচালিত ‘ফ্যান’-এর গল্পে দেখা যাবে, সুপারস্টার আরিয়ান খান্নার পেছনে ছায়ার মতো লেগে থাকে তার অন্ধভক্ত গৌরব। এক সময় ঘোরে থাকা গৌরব রূপ নেয় আরিয়ানের বিপজ্জনক উক্ত্যক্তকারী। চেহারার সাদৃশ্যকে ব্যবহার করে গৌরব হয়ে ওঠে আরিয়ানের সবচেয়ে বড় শত্রু। ছবিটির দৃশ্যধারণ হয়েছে মুম্বাই, দিল্লি ও ক্রোয়েশিয়ায়।

যশ চোপড়ার পরিচালনায় শাহরুখ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। এ তালিকায় আছে ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর-জারা’ ও ‘জব তাক হ্যায় জান’। ‘ফ্যান’ প্রযোজনা করেছে যশের গড়া প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। তাই দৃশ্যধারণের সময় তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেছেন বলে জানান শাহরুখ। ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ এপ্রিল।

বাংলাদেশ সময় : ১২১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।