তরুণ প্রজন্মের চার জনপ্রিয় সংগীতশিল্পী ক্লোজআপ ওয়ান তারক সাব্বির জামান, নিশীতা বড়ুয়া, তরুণ গায়ক প্রতীক হাসান ও ক্ষুদে গানরাজের স্মরণ। পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানে হাজির হবেন তারা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে সাব্বির জানান, বাঙালি তথা বাংলাদেশিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটিকে ঘিরে বিটিভির দুটি অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। এর মধ্যে একটি প্রচার হবে পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) রাতে। এর নাম ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিকা’। এখানে সাব্বিরের পাশাপাশি লোকগান গেয়ে শুনিয়েছেন নিশীতা, প্রতীক ও স্মরণ। উপস্থাপনা করেছেন তানভীর আলম সজীবও শুনিয়েছেন গান।
‘বর্ণে গন্ধে ছন্দে গীতিকা’ অনুষ্ঠানের প্রযোজক নাসির হোসেন জানান, এটি মূলত আড্ডা ও গানের অনুষ্ঠান। পহেলা বৈশাখ ঘিরে তরুণ প্রজন্মের শিল্পীদের ভাবনার কথা জানা যাবে অনুষ্ঠানটিতে।
এদিকে ‘গুঞ্জণ’ নামে আরেকটি অনুষ্ঠান বিটিভিতে প্রচার হবে ১৩ এপ্রিল। এতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী উমা খান, সাব্বির জামান, রন্টি দাশ, লোপা হোসাইন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসও