ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অপর্ণা যাচ্ছেন টরন্টোতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
অপর্ণা যাচ্ছেন টরন্টোতে অপর্ণা ঘোষ-ছবি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পেয়েছে অপর্ণা ঘোষ অভিনীত ‘সুতপার ঠিকানা’ ছবিটি। এরই ধারাবাহিকতায় ছবিটি আরও দুটি আন্তর্জাতিক উৎসবে দেখানো হবে।

এর মধ্যে একটি উৎসবে যোগ দিতে কানাডার টরন্টোতে যাচ্ছেন অপর্ণা।

আগামী ১৮-২৩ মে কানাডার টরন্টোতে আয়োজন করা হয়েছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’। এই উৎসবেও দেখানো হবে ‘সুতপার ঠিকানা’।   টরন্টো শহরের স্কারবরো এলাকায় অডিওন সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে উৎসবের চতুর্থ দিন। উৎসবে আমন্ত্রণ পেয়েছেন ছবির নির্মাতা প্রসূন রহমান ও অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ।

আলাপকালে অপর্ণা ঘোষ বাংলানিউজকে বলেন, ‘দুটি উৎসবে যোগ দিতে পারলে ভালো হতো। সম্ভব হচ্ছে না। তবে টরন্টোতে যাচ্ছি। ’

এই উৎসবের আগে ১৪-১৬ এপ্রিল লন্ডনে প্রথমবারের অনুষ্ঠিত মতো হবে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’। এখানে থাকছে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র। লন্ডনের রিচ-মিক্স হলে উৎসবের সমাপনী অনুষ্ঠানে দেখানো হবে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। এটি পরিচালনা করেছেন পসূণ রহমান।

অপর্ণা সম্প্রতি শেষ করেছেন সরকারি অনুদানের ছবি ‘ভুবন মাঝি’র শুটিং। এখনই নতুন কোনো চলচ্চিত্রে পাওয়া যাচ্ছে না তাকে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।