‘আমি একটা গান পরিবেশন করবো। গানটা আমারই তৈরি করা।
‘বাস্তবতা’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্রে অতিথি চরিত্রে থাকছেন ফেরদৌস আরা। এটি পরিচালনা করবেন এম এ খালেক। ছবির জন্য তিনটি গানে থাকছে তার কন্ঠ। এগুলোর সুর ও সংগীতায়োজনও তারই। পর্দায় ফেরদৌস আরাকে সুরে সুরে বিশেষ শিশুদের বঞ্চনার কথা তুলে ধরতে দেখা যাবে। তার মতে, মানবিক কারণেই কাজটি করতে আগ্রহী হয়েছেন তিনি।
এদিকে এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। এতে ফেরদৌস আরার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সংগীতবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান 'সুরসপ্তক'র খুদে শিল্পীরা। এ মাসের শেষের দিকে 'বাস্তবতা'র শুটিংয়ে অংশ নেবেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা।
চলচ্চিত্রের গানে ফেরদৌস আরা নতুন নন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্র গৌতম ঘোষের 'শঙ্খচিল'-এ তিনি সর্বশেষ প্লেব্যাক করেছেন। এর আগে কয়েকটি ছবিতে প্রখ্যাত সুরকারদের গান গেয়েছেন ফেরদৌস আরা।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এসও