ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অ্যাডেলের সাফল্যের রহস্য কাঁচের শোপিস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
অ্যাডেলের সাফল্যের রহস্য কাঁচের শোপিস! অ্যাডেল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাঁচের টুকরো দিয়ে বানানো নয়নাভিরাম কিছু শোপিস উপহার পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। নিজের নতুন সংগীত সফরের সাফল্যের পেছনে সেগুলোকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি।

কারণ জাদুবিদ্যায় তার ব্যাপক আগ্রহ।

সম্প্রতি একটি কনসার্টে সংগীত পরিবেশনের সময় ভক্তদের অ্যাডেল বলেন, ‘এবারের সফরে নিউইয়র্কে আমার প্রথম অনুষ্ঠানে গান-বাজনা করার সময় এক হিপ্পি আমাকে কিছু ক্রিস্টাল পণ্য দিয়েছে। এরপরই অনুষ্ঠানটা দারুণ জমজমাট হয়ে গেলো। মনে হচ্ছিলো, এই সাফল্যের মুখ দেখিয়েছে এসব ক্রিস্টাল! তাই ওগুলো আমার কাছে রেখেছি।

ক্রিস্টালগুলো লস অ্যাঞ্জেলসের ও বিবিসির পৃথক দুটি অনুষ্ঠানে্র কাজে লাগবে বলে মনে হচ্ছে। ’
 
যোগ করে অ্যাডেল কনসার্টের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘হঠাৎ আমার পা নানান রঙে রঙিন হয়ে উঠলো। কেউ পায়ের ওপর জ্বলজ্বলে আলো ছড়িয়ে দিলো। ব্যাপারটা যদিও তখন বিদঘুটে লেগেছে। তবে যখন পা দুলিয়েছি, মনে হচ্ছিলো হাওয়ায় উড়ছি! ফলে আমি হয়ে গেলাম হিপ্পি, হয়ে গেলাম ডাইনি!’
 
হিপ্পি হলো চলতি সংস্কৃতির স্রোতের বিপরীতে চলা মানুষদের হিপ্পি বলা হয়। এটি মূলত ষাটের দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সংঘটিত যুব আন্দোলন। পরে তা বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে।
 
ক্রিস্টালগুলো যে নিজের জন্য পয়া তা গত গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানেই বুঝেছেন অ্যাডেল। সেখানে ২৭ বছর বয়সী এই পপতারকা এসব কাঁচের পণ্য সঙ্গে রাখেননি। এ কারণে পিয়ানোর মাইক্রোফোন পড়ে গিয়ে তার গানকে করে ফেলেছে বেসুরো!
 
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।