ভারতের টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার ঘটনা সবার মনকে নাড়া দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন দৃষ্টিকোণ আর নানাবিধ খবর বিষয়টিকে আরও জটিল করে তুলছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রত্যুষার ভক্ত রায়পুরের গৃহবধূ মধু মহানন্দ প্রিয় তারকার মতোই আত্মহত্যা করেছেন। তা-ও নিজের দুই বছর বয়সী পুত্রসন্তানের সামনে! গত ৬ এপ্রিল এ ঘটনা ঘটেছে।
মধুর বয়স ছিলো ২৬ বছর। তার স্বামী নকুল জানান, প্রত্যুষার আত্মহত্যা ও এর পেছনের কারণগুলো সম্পর্কে সার্বক্ষণিক খোঁজখবর রাখতেন মধু। প্রত্যুষা অভিনীত ‘বালিকা বধূ’ সিরিজের আনন্দী চরিত্রের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন তিনি। প্রত্যুষার আত্মহত্যা তাকে পীড়া দিচ্ছিলো। তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নকুল ঘরে ফিরে আটকে থাকা দরজা ধাক্কা দিয়ে খোলেন। এরপরই তিনি জানতে পারেন মধু আত্মহত্যা করেছেন। তবে খুনের সন্দেহে প্রাথমিকভাবে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়। কিন্তু পরে মধুর মা-বাবার কাছে প্রত্যুষা অভিনীত আনন্দী চরিত্রের প্রতি তাদের মেয়ের ভালোবাসার কথা জানতে পেরে নকুলকে ছেড়ে দেওয়া হয়।
গত ১ এপ্রিল মুম্বাইয়ের গুরগাঁওয়ে নিজের বাসস্থানে প্রত্যুষাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কারণে তার প্রেমিক রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তবে টিভি অভিনেতা রাহুল এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের সন্দেহ, প্রত্যুষার সুইসাইড নোট সরিয়ে ফেলেছেন রাহুল। এ কারণে তাকে জামিন দেওয়া হচ্ছে না। তার আইনজীবী নীরাজ গুপ্ত এই মামলা ছেড়ে বেরিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
জেএইচ