নতুন নাটক আনছে মুক্তালয় নাট্যাঙ্গন। এটি হবে তাদের নবম প্রযোজনা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘এ যুগের আলাদিন’। বর্তমান সময় ও বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে তৈরি হয়েছে বক্তব্য প্রধান নাটকটি। এতে রূপকথার আলাদিন ও দৈত্যের চরিত্র উপমা ও প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে।
নাটকের বিভিন্ন চরিত্রে থাকছেন মাহমুদ হাসান ইমন, মাধুরী খন্দকার, শেফালী কুসুম, মুজাহিদ আমির, রীনা রহমান, সাদিয়া মিতু, কিবরিয় রহমান, আশিকুন নবী রিমন, মফিজুর রহমান রুমি, শ্যামল চন্দ্র বিশ্বাস, বাদল চৌধুরী ও আমিনুল হক আমীন প্রমুখ।
‘এ যুগের আলাদিন’ লিখেছেন শেখ আলাউদ্দিন। নির্দেশনা দিয়েছেন মুক্তালয় নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা অভিনেতা আমিনুল হক আমীন। তিনি জানান, আর্থিক টানাপোড়নে উদ্বোধনী মঞ্চায়নের কোনো আনুষ্ঠানিকতা রাখা হচ্ছে না। নাটকটির নিয়মিত মঞ্চায়নই তাদের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসও