ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজশাহীতে হুমায়ূনের ‘নদ্দিউ নতিম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
রাজশাহীতে হুমায়ূনের ‘নদ্দিউ নতিম’

কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। ম্যাড থেটারের প্রথম প্রযোজনা এটি।

ঢাকায় নাটকটির ৭টি প্রদর্শনী হলেও, এবার ‘নদ্দিউ নতিম’ যাচ্ছে রাজশাহীতে।

রাজশাহীতে চলছে নাট্যোৎসব। উৎসবের শিরোনাম ‘মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব রাজশাহী’। এই উৎসবে ৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির মঞ্চে থাকছে ‘নদ্দিউ নতিম’-এর প্রদর্শনী।


নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকের কবি চরিত্রে রূপ দান করেছে আসাদুল ইসলাম, মুনা চরিত্রে সোনিয়া হাসান ও কমলের চরিত্রে মেঘদূত। গত বছর ৩০ অক্টোবর ‘নদ্দিউ নতিম’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।