কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। ম্যাড থেটারের প্রথম প্রযোজনা এটি।
রাজশাহীতে চলছে নাট্যোৎসব। উৎসবের শিরোনাম ‘মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব রাজশাহী’। এই উৎসবে ৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির মঞ্চে থাকছে ‘নদ্দিউ নতিম’-এর প্রদর্শনী।
নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকের কবি চরিত্রে রূপ দান করেছে আসাদুল ইসলাম, মুনা চরিত্রে সোনিয়া হাসান ও কমলের চরিত্রে মেঘদূত। গত বছর ৩০ অক্টোবর ‘নদ্দিউ নতিম’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসও