ঢাকা: ‘আমি পথ চিনি না, ঘাট চিনি না, এখন কোথায় যাই। কোথায় আমার সাধের নাগর, সাধের কানাই’ শুধু এ লাইনগুলোই নয়, এরকম আরও আটটি গান নিয়ে নির্মিত ‘সাধের নাগর’ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে জি-সিরিজের প্রডাকশন হাউজ অগ্নিবীণা থেকে করা বাংলা ফোক ফিউশন গানের এ অ্যালবামের মোড়ক উন্মোচন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূইয়া প্রমুখ।
অ্যালবামটির গানগুলো লিখেছেন কানাডা প্রবাসী সহিদ রাহমান। যার আহ্বানে সাড়া দিয়ে শীর্ষেন্দু মুখোপধ্যায় কলকাতা থেকে এ অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন। অনুষ্ঠানের শেষে সঙ্গীত পরিবেশন করেন অ্যালবামটির দুই শিল্পী দিনাত জাহান মুন্নী ও শফি মন্ডল। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মমতাজসহ বর্তমান প্রজন্মের আরো সাত শিল্পী।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এইচআর/কেআরএম