কয়েক বছরের ধারাবাহিকতায় চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে হাজারও শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘হাজার কণ্ঠে বর্ষবরণ ১৪২৩’। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সূর্যোদয় থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণ মেতে উঠবে এ আয়োজনকে ঘিরে।
সুরের ধারার সভাপতি রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারও কণ্ঠে গানে গানে বরণ করা হবে বাংলা নববর্ষকে। এরপর অনুষ্ঠান চলবে দুপুর পর্যন্ত। থাকবে নানা রঙের পরিবেশনা। এর মধ্যে থাকছে বৈশাখী গ্রামীণ মেলা, নাচ এবং দেশবরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনা।
সোমবার (১১ এপ্রিল) চ্যানেল আইয়ের প্রাঙ্গণে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এখানে বন্যার পাশাপাশি থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
এদিকে হাজার কণ্ঠে বর্ষবরণের আগের দিন চৈত্রসংক্রান্তিতে সুরের ধারার আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা ৬টায় শুরু হবে বর্ষবিদায়ের অনুষ্ঠান। চলবে রাত ১২টা পর্যন্ত। এ আয়োজনের এবারের ভাবনা ‘নাটকের গান’। সংবাদ সম্মেলনসহ তিনটি অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
টিএস/জেএইচ