দেশজ শিল্পের প্রতি চিত্রশিল্পী সামিনা নাফিজের বিশেষ প্রীতি ও আস্থা। দেশজ শিল্পভাষার সঙ্গে নিজের সৃজনী-প্রতিভাকে সম্পৃক্ত করার মধ্যেই তা বুঝিয়ে দেন তিনি।
সামিনা নাফিজের তেমন ২৩টি চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে একক চিত্র প্রদর্শনী ‘বৈশাখ এবং দেশজ শিল্পের পুনর্বয়ন’। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় এর উদ্বোধন হবে মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টায়। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার জুম গ্যালারিতে প্রদর্শনীটি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত।
সামিনা নাফিজের আঁকা নতুন ছবিগুলোতে উদ্ভাসিত হয়েছে শিশুকালে দেখা ভালোবাসার জিনিসগুলো। দুরন্ত বেগ ও ছিন্নভিন্ন অবস্থাকে আবার সংহত করে তিনি তৈরি করতে চেয়েছেন নতুন বর্ণ ও রূপের আবেশ।
১৯৬১ সালের ১৩ জুন সামিনা নাফিজের জন্ম। তার শিল্প শিক্ষার সূচনা চট্টগ্রাম চারুকলা কলেজে। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে এম.এফ.এ. (চিত্রকলা) উত্তীর্ণ হন ১৯৮৬ সালে। অনেক জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তিনি। প্রথম একক চিত্র প্রদর্শনী হয় ১৯৯৫ সালে গ্যালারি টোনে (ধানমন্ডি)। শিশুদের জন্য প্রকাশিত বইও অলংকারায়ণ (ইলাসট্রেশন) করেছেন। তার প্রকাশিত গ্রন্থ ‘চিত্রকলায় স্যুরিয়ালিজম’ ও ‘ছবি আঁকি আর পড়ি’।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
জেএইচ