ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বুয়েটে ‘আন্ডার কনস্ট্রাকশন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বুয়েটে ‘আন্ডার কনস্ট্রাকশন’

বুয়েট ফিল্ম সোসাইটির আয়োজনে মঙ্গলবার (১২ এপ্রিল) প্রদর্শিত হবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’। ‘রূপালি কথন' সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে বুয়েট অডিটোরিয়ামে ছবিটির প্রদর্শনীর সময় বিকেল ৩টা ও বিকেল ৫টায়।

টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।

‘আন্ডার কনস্ট্রাকশন’ মূলত ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনি। ছবিটি ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ২২ জানুয়ারি। এরই মধ্যে চলচ্চিত্র ও সাংস্কৃতিক মহলে প্রশংসিত হয়েছে এটি।

ছবিটিতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোস আছেন নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে গান রয়েছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করছেন অর্ণব।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।