ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চৈত্র সংক্রান্তিতে আলিয়ঁস ফ্রঁসেজে সংস্কৃতি সন্ধ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
চৈত্র সংক্রান্তিতে আলিয়ঁস ফ্রঁসেজে সংস্কৃতি সন্ধ্যা

চৈত্র সংক্রান্তির দিন ১৪২২ বঙ্গাব্দের শেষ সূর্য উঠবে। তাই দিনটি বছর বিদায়ের দিন।

আবহমান কাল ধরে বাঙালি বছর বিদায়ে নানা আচার-অনুষ্ঠান আয়োজন করে। এবারও ব্যতিক্রম ঘটছে না। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা বাংলার এ কৃষ্টিকে ঘিরে সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। একই সঙ্গে উদযাপন করা হবে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ।  

১৩ এপ্রিল ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয়ে বিকেল ৫ টায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংগীতজ্ঞ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহা-পরিচালক  আজাদ রহমান । সম্মানিত অতিথি  থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের শিক্ষক নিরঞ্জন অধিকারী ও সংগীতজ্ঞ শেখ সাদী খান।

আয়োজনের শুরুতে মোহনবীণা ও সেতার বাজাবেন দীপন সরকার ও এবাদুল হক সৈকত। এরপর আলিয়ঁসের সংগীত বিভাগের শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করবেন। আবৃত্তি করবেন জিএম মোর্শেদ ও মাহমুদা সিদ্দিকা সুমি। আয়োজনের শেষ দিকে সংগীত পরিবেশন করবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও মনজুরুল ইসলাম খান। এ ছাড়া মনজুরী মধুরিমা নিশুতি কত্থক নৃত্য পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।