চৈত্র সংক্রান্তির দিন ১৪২২ বঙ্গাব্দের শেষ সূর্য উঠবে। তাই দিনটি বছর বিদায়ের দিন।
১৩ এপ্রিল ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজ কার্যালয়ে বিকেল ৫ টায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংগীতজ্ঞ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহা-পরিচালক আজাদ রহমান । সম্মানিত অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের শিক্ষক নিরঞ্জন অধিকারী ও সংগীতজ্ঞ শেখ সাদী খান।
আয়োজনের শুরুতে মোহনবীণা ও সেতার বাজাবেন দীপন সরকার ও এবাদুল হক সৈকত। এরপর আলিয়ঁসের সংগীত বিভাগের শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করবেন। আবৃত্তি করবেন জিএম মোর্শেদ ও মাহমুদা সিদ্দিকা সুমি। আয়োজনের শেষ দিকে সংগীত পরিবেশন করবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও মনজুরুল ইসলাম খান। এ ছাড়া মনজুরী মধুরিমা নিশুতি কত্থক নৃত্য পরিবেশন করবেন।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসও