ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৬০০ কেজি চকোলেট দিয়ে রজনীকান্তের মূর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
৬০০ কেজি চকোলেট দিয়ে রজনীকান্তের মূর্তি চকোলেট দিয়ে বানানো রজনীকান্তের মূর্তি

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি ৬০০ কেজি চকোলেট দিয়ে তৈরি করা হয়েছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের একটি মূর্তি। এর নাম রাখা হয়েছে ‘ওয়ান অ্যান্ড অনলি রজনীকান্ত’।

৬৫ বছর বয়সী এই অভিনেতার মূর্তিটি তৈরি করেছেন শ্রীনাথ বালচন্দ্রণ নামে এক ব্যক্তি।

অভিনয় জগতে ৪০ বছর পূর্ণ ও পদ্ম সম্মানে ভূষিত হওয়ার জন্য কিংবদন্তি এই অভিনেতাকে বিরল সম্মান জানালো চেন্নাইয়ের ‘জুকা’ নামের একটি ক্যাফে। চকোলেট দিয়ে বানানো মূর্তিটি এখন ক্যাফের সামনে রাখা হয়েছে। রেস্তোরাঁর সামনে মূর্তিটি বসানোর সঙ্গে ভক্তদের ভিড় লেগেই আছে। সবাই তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। তবে শ্রীনাথ চাইছেন এ মূর্তিটি রজনীকান্তের কাছে হস্তান্তর করতে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল, ১২, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।