পুরো মঞ্চ যেন একটি বন! শিশু-কিশোররা কেউ হরিণ, কেউবা প্রজাপতি, আবার কেউ কেউ রাঁজহাস, বাকি থাকলো না বাঘমামাও। আরও ছিলো বনের হিংসুটে দত্ত! সবাই মিলে ঝাঁক বেঁধে নাচলো, গাইলো।
বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চৈত্রসংক্রান্তি ও বর্ষবিদায়ের অনুষ্ঠানে এই পরিবেশনা বিলিয়েছে আনন্দ। এ আয়োজনের ভাবনা ছিলো ‘নাটকের গান’। গোটা অনুষ্ঠানে ছিলো শিশুদের প্রাধান্য। উপচেপড়া ভিড় জমে যাওয়া দর্শক শ্রোতাদের চোখে তাক লাগিয়ে দিয়েছে ছোটদের সব বিনোদন-নাচ, গান, আভিনয়, আবৃত্তি।
বিকেলে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই শুরু হয় চৈত্রের শেষদিনের এই আয়োজন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা। তার প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের সমবেত সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর পর্যায়ক্রমে নাটকের গান পরিবেশন করে শিশুশিল্পীরা। গানগুলোর মধ্যে ছিলো ‘কাদের কূলের বউ’, ‘রায় কালো ভালোবাসে না’, ‘তোরা যাস নে’, ‘ঐ দেখা যায় বাড়ি আমার’ ইত্যাদি।
এক পর্যায়ে মঞ্চে আসেন প্রভা মজুমদার। তিনি আবৃত্তি পরিবেশনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানাবেন। তিনি বলেছেন, ‘সুরের ধারা শুধু বিনোদন নিয়েই কাজ করছে না, বরং বিনোদনের বাইরে গিয়েও দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিশুদের বিকাশেও সমান গুরুত্ব দিচ্ছে। ’
বর্ষবিদায় ও নববর্ষের শুভেচ্ছা জানাতে মঞ্চে বক্তব্য রাখেন অধ্যাপক আনিসুজ্জামান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহ্বর রিজভী। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সৈয়দ শামসুল হকের একটি কবিতা পরিবেশন করেন।
এরপর মঞ্চে পরিবেশিত হয় ‘রবীন্দ্র নাটকে নবরস’। যার নয়টি রস নৃত্যের মাধ্যমে দেখানো হয়। এরপর পরিবেশিত হয়েছে নাটক ‘সোনাই মাধব’। আরও ছিলো এসডিসি, এসসি ও প্রাক্তনীর পরিবেশনায় নাটকের গান।
সর্বশেষ আয়োজন ছিলো রাত ১২টায় সুরের ধারা পরিবারের পক্ষ থেকে সমবেত সংগীত ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’। এ সময় থেকে সূর্যোদয় পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বাউল গানের আসর।
সুরের ধারা ১৫ বছর ধরে চৈত্রসংক্রান্তি উদযাপন করে আসছে। তাদের এই আয়োজনে ষষ্ঠবারের মতো সম্পৃক্ত হলো চ্যানেল আই। তারা গোটা অনুষ্ঠানটি সরাসরি দেখিয়েছে।
চৈত্রসংক্রান্তির মধ্য দিয়ে পুরনো বর্ষবিদায় নিলো। বাংলা ১৪২২ সালকে বিদায় জানিয়ে ১৪২৩ সালকে আলিঙ্গন করে নিতে প্রস্তুতি নিয়েছে সবাই। রাত পোহালেই নববর্ষ!
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
জেএম/বিএসকে/জেএইচ