বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেট কিপার খালেদ মাসুদ পাইলটকে টিভি পর্দায় খেলা বিষয়ক অনুষ্ঠানে প্রায়ই দেখা যায়। টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।
এর নাম ‘কথা দাও’। এটি সোহেল মেহেদীর নতুন একক অ্যালবাম। বুধবার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় এর মোড়ক উন্মোচন করেছেন পাইলট। তার পাশে ছিলেন ক্রিকেটপ্রেমী কণ্ঠশিল্পী আসিফ আকবর, জানে আলম, পারভেজ, মুহিন খান, এমআইবি’র সভাপতি একেএম আরিফুর রহমান, সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী। পহেলা বৈশাখ উপলক্ষে এটি বাজারে এনেছে সিএমভি।
আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন শেষে আসিফ আকবর বলেন, ‘সোহেল মেহেদী ভালো গায়। এর চেয়ে বড় কথা তিনি একজন ভালো মানুষ। একজন শিল্পীর মধ্যে এ দুটি বিষয় থাকা খুবই জরুরি। আমার বিশ্বাস, তার অ্যালবামটি জনপ্রিয়তা পাবে। ’
এই অ্যালবামে গান রয়েছে মোট ৯টি। এর ‘কথা দাও’ শিরোনামের গানে সোহেল মেহেদীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। বেশিরভাগ গানের সুর-সংগীত করেছেন হৃদয় খান। গান লিখেছেন এসএ হক অলিক, রবিউল ইসলাম জীবন, টি আর রোমাঞ্চ এবং শ্রী প্রীতম। এর মধ্যে শ্রী প্রীতম দুটি এবং টি আর রোমাঞ্চ একটি গানের সুরকার।
ছয় বছর আগে সোহেল মেহেদীর সর্বশেষ একক অ্যালবাম বেরিয়েছিলো। ‘কথা দাও’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গানগুলো তৈরি করতে টানা চার বছর সময় নিয়েছি। চেষ্টা করেছি দারুণ কিছু গান করতে। চলছে অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিওর কাজ। ’
বাংলাদেশ সময় : ২৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
জেএইচ