‘এসো হে বৈশাখ এসো এসো’- পহেলা বৈশাখে সূর্যোদয়ের সময় হাজার কণ্ঠে এ গান পরিবেশনের মাধ্যমে কোটি বাঙালির সঙ্গে বর্ষবরণ করলো সুরের ধারা ও চ্যানেল আই। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এ আয়োজনকে ঘিরে রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ভরে উঠেছিলো কানায় কানায়।
১৪২৩ বাংলা সনকে স্বাগত জানাতে প্রথম প্রহরে নতুন বছরে সবার মন প্রশান্তিতে ভরে ওঠার প্রয়াসে দীর্ঘক্ষণ সেতার পরিবেশনা করা হয়। পুরনো সব জরার্জীণ মুছে ফেলে নতুন সূর্যোদয়ের সঙ্গে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে মিলিত হয়ে সুরের ধারার ও ৬৪ জেলা থেকে আগত হাজার কণ্ঠ গেয়ে ওঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’।
‘মানুষের প্রতি ভালোবাসা ও কল্যাণ’- গানে গানে এই বার্তাই দেওয়া হয়েছে। অনুষ্ঠানে একক কণ্ঠে গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল ইসলাম, আজিজুর রহমান তুহিন, ফাতেমা, কৃষ্ণকান্ত আচার্য, লুৎফুন্নাৎহার পান্না, সামীরা আব্বাসী ও কোনাল। পাশাপাশি ছিলো সৈয়দ হাসান ইমাম ও আফজাল হোসেনের একক আবৃত্তি।
সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিগত বছরে আমাদের মনে যতো হতাশা ছিলো আজ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের মন থেকে সেসব মুছে গেছে। আলোকিত করেছে আমাদের মনকে। হাজার কন্ঠে বর্ষবরণের সঙ্গে সবাই একই সুর ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ’
অনুষ্ঠানে আরও ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বাকের এবং ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আকতার।
অনুষ্ঠানে দিনভর ছিলো বৈশাখী গ্রামীণ মেলা, নাচ, ড্যান্স ড্রামা, ফ্যাশন শো ও জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা। সবশেষ আর্কষণ হিসেবে গিটার জাদুকর আইয়ুব বাচ্চু তার ব্যান্ড এলআরবিকে নিয়ে মঞ্চে আসেন। বৈশাখী মেলায় পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানা পণ্যকে ঘিরেও দর্শক-শ্রোতাদের বিপুল আগ্রহ ছিলো লক্ষণীয়। তাদের নিরাপত্তার জন্য ছিলো আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
সানসিল্কের পৃষ্ঠপোষকতায় ‘হাজার কণ্ঠে বর্ষবরণ ১৪২৩’ শুরু হয় ভোর সাড়ে ৫টায়। চ্যানেল আইয়ের পাশাপাশি পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করেছে ভারতের জি বাংলা। এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। সঞ্চালনায় ছিলেন মৌসুমী বড়ুয়া ও অপু মাহফুজ।
বাংলাদেশ সময় : ০০৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
জেএইচ