পহেলা বৈশাখে ধুমধাম করে এফডিসিতে হয়ে গেলো বর্ষবরণ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপলক্ষে সকাল থেকেই শিল্পী, কলাকুশলী, পরিচালক-প্রযোজকদের আগমনে মুখর হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতি আলাদাভাবে বর্ষবরণ অনুষ্ঠান করেছে। সকাল ৯টায় খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে শিল্পী সমিতি। এফডিসির সাউন্ড কমপ্লেক্সের সামনের মঞ্চে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন চলচ্চিত্র শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন অরুণা বিশ্বাস, ওমর সানি, অমিত হাসান, নিরব, অাঁচল, শিরিন শিলা প্রমুখ।
অন্যদিকে পরিচালক সমিতিও সকাল সকাল খাবার বিতরণ করে। তাদের উদ্যোগে ৮ ও ৯ নম্বর শুটিং ফ্লোরের সামনে বাউল সংগীতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এসএ হক অলিকসহ অনেকে।
শিল্পী সমিতির অনুষ্ঠানে যোগ দেওয়া চিত্রনায়িকা অাঁচল বলেন, ‘অনেকদিন পর এফডিসির অনুষ্ঠানে অংশ নিলাম। আসলে পূর্বপ্রস্তুতি নিতে পারিনি। তাছাড়া ছবির শুটিং থাকায় সময় দেওয়া সম্ভব হয়নি। সকালে যাওয়ার কথা থাকলেও দুপুরে অংশ নিয়েছি শিল্পী সমিতির অনুষ্ঠানে। একটি গানে নেচেছি অমিত হাসানের সঙ্গে। মজার ব্যাপার হচ্ছে, অনুষ্ঠানটি কিছুক্ষণ উপস্থাপনাও করেছি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। ’
পরিচালক সমিতির অনুষ্ঠানে সহযোগিতা করেছে চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি ও চলচ্চিত্র ব্যবস্থাপনা সমিতি। বিশেষ সহযোগিতায় ছিলো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)। পরিচালক সমিতির অনুষ্ঠানটি হয় ভার্সেটাইল মিডিয়ার সৌজন্যে।
অন্যদিকে শিল্পী সমিতির আয়োজনের সঙ্গে একাত্মতা জানায় বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। শিল্পী সমিতি ও পরিচালক সমিতি পৃথকভাবে নববর্ষ উদযাপনের বিষয়টি অনেকে সুন্দরভাবে গ্রহণ করতে পারেননি। এর আগে যৌথভাবেই তারা নতুন বছরকে স্বাগত জানাতো।
তবে বছরের প্রথম দিনটি হাসি-আনন্দে মনের মতো কাটিয়েছেন চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা। পান্তা-ইলিশ, মুড়ি-মুড়কি, খেলাধুলা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের পর তারা আবার ব্যস্ত হয়ে পড়েছেন যার যার কাজে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এসও/জেএইচ