দেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্রের সফল নির্মাতা তিনি। তার হাত ধরেই এই ভূখন্ডে চলচ্চিত্র শিল্পের সূচনা।
শনিবার (১৬ এপ্রিল) মহান এই ব্যক্তিত্বের জন্মশতবর্ষ। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ছয় দিনের উৎসব। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘আব্দুল জব্বার খান জন্মশতবর্ষ উৎসব’ চলবে ২১ এপ্রিল পর্যন্ত। নানা আয়োজনের মধ্যে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী।
আব্দুল জব্বার খান জন্মশতবর্ষ উৎসব উদযাপন কমিটি জানায়, প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। বেলুন, ফানুস ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করবেন নায়করাজ রাজ্জাক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এই আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে এফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ উৎসব সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এসও/জেএইচ