‘সাদাকে সাদা বলো, কালোকে কালো/জন্ম হউক যথা তথা, কর্ম হউক ভালো, এগিয়ে যাচ্ছে বেশ/আমারই বাংলাদেশ/সাজাবো এই দেশ, মনেরই মতোন/তাই চাই যা কিছু মন্দ, তার পরিবর্তন’- এ কথাগুলো কাগজে লিখে গত ১৩ এপ্রিল ফেসবুকে পোস্ট করেছেন উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ।
ঘটনা কী? হঠাৎ এই পরিবর্তন? এটা কীসের? এমন কিছু প্রশ্ন নিয়ে যোগাযোগ করা হলে আনজাম জানান, নতুন অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি।
অনেক বছর পর আবার ধারাবাহিক অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন আনজাম মাসুদ। তার সর্বশেষ কাজ ছিলো ‘আজ কাল পরশু’। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই কাছের মানুষজন, বন্ধুবান্ধব, ভক্তদের কাছ থেকে নিয়মিত উপস্থাপনার অনুরোধ পাচ্ছি। মাঝে ঈদ উপলক্ষে ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছিলাম। এবার কাজটা নিয়মিত করবো। ’
যোগ করে আনজাম মাসুদ আরও বলেন, ‘মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার বেলায় উদ্বুদ্ধ করবে এ অনুষ্ঠান। বিনোদনের পাশাপাশি আমরা সামাজিক বক্তব্যও তুলে ধরবো এখানে। ’
‘পরিবর্তন’-এর প্রতি পর্বের দৈর্ঘ্য ৫০ মিনিট। আগামী মাসে প্রচার হবে এর প্রথম পর্ব। বিটিভিতে প্রতি মাসের প্রথম মঙ্গলবার রাত দশটার ইংরেজি সংবাদের পর দেখা যাবে অনুষ্ঠানটি। প্রযোজনায় সরয়ার মিয়া।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
জেএইচ