দেশের সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকতার বিকাশে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ১২ জন গুণী সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের বিনোদন পাক্ষিক আনন্দ আলো। পহেলা বৈশাখ ১৪২৩ পত্রিকাটি এক যুগ অর্থাৎ ১২ বছরে পদার্পণ করে।
সম্মাননা পেয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, গোলাম সারওয়ার, মতিউর রহমান চৌধুরী, সুবর্ণা মুস্তাফা, আরেফিন বাদল, শাজাহান চৌধুরী, শহিদুল হক খান, চিন্ময় মুৎসুদ্দী, অরুণ চৌধুরী, আবদুর রহমান, কানিজ আলমাস খান ও মাজহারুল ইসলাম। তাদেরকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশিদ মজুমদার।
দর্শকদের হাতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। অতিথিরা সবাই মিলে আনন্দ আলোর জন্মদিনের কেক কাটেন। আনন্দ মুখর এই তারকামেলায় ছিলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, তারিক আনাম খান, রামেন্দু মজুমদার, নিমা রহমান, সংগীতশিল্পী আজাদ রহমান, সাহিত্যিক সৈয়দ আল ফারুক, শাহবুদ্দীন নাগরী প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে আনন্দ আলোর যুগ শুরু সংখ্যার প্রচ্ছদমুখ রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে আনুষ্ঠানিকভাবে সংখ্যাটি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সংগীতশিল্পী ফেরদৌস আরা, কনকচাঁপা, ইবরার টিপু, অনিমা রায়সহ নবীন-প্রবীন শিল্পীরা গান গেয়েছেন। ‘চ্যানেল আই-আড়ং ডেইরি বাংলার গান’ প্রতিযোগীদের পরিবেশনাও ছিলো। এ ছাড়া নাট্যদল এথিকের একটি নাটক মঞ্চস্থ হয় মেলায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী বড়ুয়া।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
জেএইচ