বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের কাছে বর্ষবরণ উৎসবের নাম ‘বিষু উৎসব’। প্রতি বছর বিষু উৎসবকে ঘিরে নানা অনুষ্ঠান আয়োজন করে মণিপুরি থিয়েটার।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুর থিয়েটারের নিজস্ব স্টুডিও, নাটমন্ডপে বিষু উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন খেলা (পাশা খেলা)।
মণিপুরি থিয়েটার ও ধ্রুমেল শিল্পীদের পরিবেশনায় থাকবে ঋতুবন্দনা, নৃত্য, সংগীত, কবিতাপাঠ, মৃদঙ্গচোলম। ঢাকার ম্যাড থেটার শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবেশন করবে নাটক ‘নদ্দিউ নতিম’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়া হাসান সুবর্ণা ও মেঘদূত।
আগামী ১৭ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন (পাশা খেলা)। চলবে মধ্যরাত পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
জেএইচ