ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্বচলচ্চিত্রের সঙ্গে সংযোগের সুযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বিশ্বচলচ্চিত্রের সঙ্গে সংযোগের সুযোগ

শুরু হচ্ছে ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’। এটি মূলত বছরব্যাপী চলচ্চিত্র বিষয়ক পঠনপাঠন, চর্চা এবং বিশ্লেষণমুখী শিক্ষা কর্মসূচি।

এটি হতে পারে বিশ্বের সেরা ছবিগুলো দেখা ও পড়ার মধ্য দিয়ে চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশ্বচলচ্চিত্র সংস্কৃতির নানা গতিমুখ আবিষ্কারের সৃজনশীল প্রয়াস।

 
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে এ আয়োজনে বছরব্যাপী বিশ্বের ৪২টি দেশের ১১০ জন চলচ্চিত্রকারের সেরা চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে।

চলচ্চিত্র দেখা ছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য থাকবে বছরে চারটি বিষয়ভিত্তিক সেমিনার সাপ্তাহিক পাঠচক্র, চলচ্চিত্র সমালোচনা বিষয়ক পাঠ। তাদেরকে নিয়মিত চলচ্চিত্র সমালোচনা লিখতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের লেখা নিয়ে প্রকাশ হবে একটি পত্রিকা। বছরে এর দুটি সংখ্যা বের হবে। ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’ সাফল্যের সঙ্গে সমাপ্তকারীদের বছর শেষে দেওয়া হবে সনদপত্র। এই কর্মসূচির পরিকল্পনা ও পরিচালনা করবেন বেলায়াত হোসেন মামুন।

কর্মসূচির মেয়াদ ১ বছর। মার্চ ২০১৬ থেকে মার্চ ২০১৭ পর্যন্ত। কর্মসূচি থাকবে প্রতি সপ্তাহের দুই দিন- শুক্র ও শনিবার। শুক্রবার বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় ও শনিবার সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে।
 
‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’ শুরু হবে আগামী ৭ মে থেকে। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ৫ মে। কর্মসূচিতে নিবন্ধনের জন্য যোগাযোগ: (প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা) কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।
 
বাংলাদেশ সময় : ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।