ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর

১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে মেহেরপুর, মুজিবনগর অাম্রকাননে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ঐতিহাসিক অধ্যায়কে উপজীব্য করে তৈরি হয়েছে পরিবেশ থিয়েটারের প্রযোজনা ‘বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর’। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় এর উদ্বোধনী মঞ্চায়ন হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার আমির-উল ইসলাম, জেলা প্রশাসক মেহেরপুর পরিমল সিংহ, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী এবং পুলিশ সুপার মেহেরপুর হামিদুল আলম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

গল্পে দেখা যাবে, বয়সের ভারে নুয়ে পড়া একজন পরিচ্ছন্নতাকর্মী মুজিবনগর স্মৃতিসৌধ পরিচ্ছন্ন করছে। সিঁড়ি থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু হয় তার। কাজ করতে করতে একসময় চলে আসে স্মৃতিসৌধের মাঝ বরাবর যেখানে লাল রঙে বেস্টিত শপথের স্থান। লাল স্থানে স্পর্শ লাগতেই মোহাচ্ছন্ন হয় বৃদ্ধ। কিছুক্ষণের জন্য ঘোরলাগা এক স্মৃতিতে হারিয়ে যান তিনি। তার সামনে দৃশ্যমান হয় ১৯৭০-এর নির্বাচন, উত্তাল মার্চ, ৭ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের ডাক, ২৫ মার্চে অপারেশন সার্চলাইট, মুজিবনগর আমবাগানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ এবং বাংলাকে শত্রুমুক্ত করার প্রত্যয়দীপ্ত আত্মবলিদানের মুক্তিযুদ্ধ। চারদিকে যুদ্ধবিদ্ধস্ত পরিস্থিতি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। স্মৃতিসৌধের কংক্রিটে কিছু পায়ের চিহ্ন খুঁজে বেড়ান বৃদ্ধ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমিনুল আশরাফ, নজরুল ইসলাম, হুমায়ুন হিমু, মো. শামীম শেখ, সৈকত, মাসুমা লিপা, আসিফ নূর, বাঁধন, ফারাভী, জিন্নাত আক্তার, এস এম নাইম হোসেন, ইন্দ্রানী ঘটক, মুরাদ হোসেন, মো. নাফিদ মোমেন, প্রবীর সরকার, শান স্বপন, মামুন, রাসেল, সাদিয়া, শান্তা, শাহেদ, আকাশ, ফারজানা রহমান লুনা, তানবীর লিমন এবং সিনথিয়া। নেপথ্য কণ্ঠ দিয়েছেন আজাদ আবুল কালাম।  

বাংলাদেশ সময় : ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।