ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাত তরুণ নৃত্যশিল্পীর সমসাময়িক নৃত্যনাট্য

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
সাত তরুণ নৃত্যশিল্পীর সমসাময়িক নৃত্যনাট্য

লামিয়া সাইয়ারা মেলা, পারভীন সুলতানা কলি, শাম্মী আক্তার, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ, মো. ফরহাদ আহমেদ ও তাহনুন আহমেদী- এই সাত তরুণ নৃত্যশিল্পী চলতি বছরের জানুয়ারি থেকে একাধিক কর্মশালায় অংশগ্রহণ করছেন। এর অংশ হিসেবে এবার নিজেরাই নৃত্য পরিচালনার সুযোগ পেলেন তারা।

জার্মান কোরিওগ্রাফার টমাস বুনেগরের নিবিড় পরিচর্যায় নিজ নিজ সমসাময়িক নৃত্যনাট্য পরিকল্পনা করেছেন এই সাত তরুণ। এগুলো প্রথমবারের মতো প্রদর্শিত হয় শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এ প্রদর্শনীর আয়োজন করা হয় জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক ফিলিপ কুপার্স।

নৃত্যনাট্যগুলোর শৈল্পিক পরিচালক টমাস বুনেগর।  কারিগরি পরিচালক ফয়েজ জহির। শৈল্পিক পরিচালকের সহকারী ছিলেন রেজওয়ান পারভেজ। পোশাক পরিকল্পনায় সুরভী রায়। সংগীতায়োজনে তাজউদ্দিন তাজু।

এই আয়োজন মূলত গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের ‘ইয়াং কোরিওগ্রাফারস প্ল্যাটফর্ম ২০১৬’ শীর্ষক প্রকল্পের অংশ। এর মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল কোরিওগ্রাফারদের প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ করে গড়ে তোলা এবং তাদের প্রতিষ্ঠিত করার লক্ষে মঞ্চে সুযোগ দেওয়া।

বাংলাদেশ সময় : ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।