ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ষড়ঋতুর ওপর ছয়টি রবীন্দ্রসংগীত নিয়ে আ-কাপেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ষড়ঋতুর ওপর ছয়টি রবীন্দ্রসংগীত নিয়ে আ-কাপেলা

বাদ্যযন্ত্রের কোনো ধরনের ব্যবহার ছাড়াই গানে সংগীতায়োজনের বিশেষ পদ্ধতিকে বলা হয় আ-কাপেলা। ছয় ঋতুর ওপর ছয়টি রবীন্দ্রসংগীত নিয়ে তৈরি হলো আ-কাপেলা ভিডিওচিত্র।

এর নাম ‘এসো হে বৈশাখ’।

গানগুলো হলো- ‘মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো’ (বর্ষা), ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ার খেলা’ (শরৎ), ‘হিমের রাতে ওই গগণের’ (হেমন্ত), ‘শীতের হাওয়ায় লাগলো নাচন’ (শীত), ‘আহা আজি এ বসন্তে’ (বসন্ত) এবং ‘এসো হে বৈশাখ’ (গ্রীষ্ম)।

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে অভিনব এই উদ্যোগ নিয়েছে অনলাইন ক্লাসিফাইড ওয়েবসাইট এখানেই ডটকম। তাই সর্বশেষ গানটি নির্বাচন করা হয়েছে বৈশাখ নিয়ে। রেডিও স্বাধীনের সঙ্গে যৌথভাবে  ভিডিওচিত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এটি এখানেই ডটকমের ফেসবুক পেজ ও ইউটিউবে দেখা যাচ্ছে।

এখানেই ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথান বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এদিন সমগ্র বাঙালি সত্ত্বা এক হয়ে যায়। তাই ভিডিওটি উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। পয়লা বৈশাখ উদযাপনে অভিনব এই ভিডিওচিত্রের মাধ্যমে তরুণদের মাঝে আমরা ষড়ঋতুর আবেদনকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। ’

* ভিডিওটির ইউটিউব লিংক :


বাংলাদেশ সময় : ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।