জনপ্রিয় চিত্রনায়িকা ববি এখন প্রযোজকও। এ পরিচয়ে তার প্রথম মিশনের নাম ‘বিজলি’।
শতাব্দী এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের বীরভূমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল থেকে ২০০৯ সালে সংসদ সদস্য হন তিনি। ‘বিজলি’র মাধ্যমে অনেকদিন পর চলচ্চিত্রে ফিরছেন শতাব্দী। এতে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যাবে বিজ্ঞানী ড. জেরিন চরিত্রে।
এ প্রসঙ্গে ইফতেখার চৌধুরী বাংলানিউজকে জানান, ‘বিজলী’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শতাব্দী রায়। ছবিটির মহরতে যোগ দিতে আগামী ২৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বিজলি’র মহরত হবে।
ছবিটিতে ববির সঙ্গে জুটি বাঁধভেন কলকাতার উদীয়মান নায়ক রণবীর। এরই মধ্যে তারা ফটোশুটে অংশ নিয়েছেন।
ইফতেখার চৌধুরী এর আগে ‘খোঁজ-দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অগ্নি’, ‘অগ্নি-২’ প্রভৃতি ছবি পরিচালনা করে আলোচনায় এসেছেন।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসও/জেএইচ