পহেলা বৈশাখ নিয়ে কালজয়ী গান ‘মেলায় যাই রে’র একটি শব্দ নিয়ে প্রায়ই বিতর্ক শোনা যায়। ‘বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই’- বাক্যের ‘বখাটে’ শব্দ পরিবর্তনের দাবিও উঠেছে।
জনপ্রিয় সংগীতশিল্পী মাকসুদ লিখেছেন, “…১৯৮৮ সালে গানটি লেখার সময় এই শব্দ ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। কারণ ভদ্র ভাষায় এই সব কুলাঙ্গার দানবদের শনাক্ত করতে এর চেয়ে 'শক্ত গালি' আমার কাছে ছিলো না । এই ‘গালি’ যারা হজম করতে পারছে না তারা এবং কিছু তথাকথিত নব্য ‘প্রগতিশীল’ ‘নারীবাদী’রা এই ফালতু ‘ক্যাম্পেইন’ করছে কেবলই আমাকে ‘পেইন’ দিতে…। তাতে কোনো লাভ নেই। আমি মোটেও বিচলিত নই। কারণ আমার দেহে এর চেয়ে অনেক ‘শক্ত পেইন কিলার’ আছে এবং সবসময় থাকবে । ’
গানটির শব্দ বা লাইন পরিবর্তনের দাবি উঠেছে অনেক আগে থেকে। সর্বশেষ পহেলা বৈশাখে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে প্ল্যাকার্ড হাতে এ লাইন পরিবর্তনের দাবি জানায় কিছু তরুণ। এ কারণে মনোক্ষুণ্ন মাকসুদ।
‘বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই’ লাইনটির পরিবর্তে কয়েকটি বিকল্প লাইনও উল্লেখ করেছেন প্রতিবাদকারীরা। এ রেশ ধরে মাকসুদ জানান, অত্যন্ত দুর্বল নমুনা এসেছে বহু জায়গা ও ফোরাম থেকে। তিনি লিখেছেন, “…আমার গানের লাইন অপরিবর্তিত রেখে একটা কাউন্টার ক্যাম্পেইন হতে পারে। ‘ললনারা দৌঁড়ান দিলে, বখাটেদের রেহাই নাই’। ”
মাকসুদ যোগ করেছেন, নতুন লাইনটির ‘মেধাসত্ত্ব অধিকার’ তার নিজের।
* ‘মেলায় যাই রে’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসও/জেএইচ