লোকগানে নজর কেড়েছে গানের দল নকশীকাঁথা। পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হয়েছে তাদের অ্যালবাম ‘নকশীকাঁথার গান’।
নকশীকাঁথার ভোকাল সাজেদ ফাতেমী জানান, এই অ্যালবামে আছে সাতটি গান। ‘নয়া বাড়ি’ শিরোনামের নেওয়া হয়েছে ময়মনসিংহ গীতিকার বিখ্যাত মহুয়া পালা থেকে। দ্বিতীয় গানটি লিখেছেন সারফুদ্দিন আহমেদ। অন্য গানগুলো লিখেছেন ও সুর করেছেন সাজেদ ফাতেমী। গানগুলোর সংগীতায়োক উজ্জ্বল সিনহা। ‘নকশীকাঁথার গান’-এর পৃষ্ঠপোষকতায় আছে স্ট্যান্ডার্ড ব্যাংক।
অ্যালবাম প্রসঙ্গে সাজেদ ফাতেমী বলেন, ‘বিচিত্র ধারার লোকগানের কয়েকটি রূপ ফুটে উঠেছে গানগুলোতে। আশা করছি, এগুলো লোকগানপ্রেমীদের ভালো লাগবে। ’
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসও