একবছর পর ঢাকায় মঞ্চস্থ হচ্ছে বটতলার নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’। শুক্রবার (২২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় থাকছে নাটকটির ১৬তম প্রদর্শনী।
নাটকটির রচয়িতা মুহাম্মদ বেন আবদাল্লাহ। অনুবাদ করেছেন সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
নাটকের শুরু অন্ধকারে পরিকল্পিত বিপ্লবের মধ্য দিয়ে। মালওয়াল নামক একজন যুবকের নেতৃত্বে ক্ষমতার অন্যতম গ্রহ মাল্লাম ইলিয়ার বাড়িতে হানা দেয় নববিপ্লবীরা। বিনা রক্তপাতে এ বিপ্লব ঘটানো হবে এমন স্পষ্ট নির্দেশ থাকলেও একজন নারী খুন হয়ে যান, নাম হালিমা, ইলিয়ার স্ত্রী। বিপ্লবীরা মাল্লামকে নিয়ে একটি গোপন স্থানে চলে যায়। মাল্লামকে একটি ট্রায়ালে দাঁড় করায় মালওয়ালরা। মাল্লাম মুহম্মদ ইলিয়া শুরু করেন তার বয়ান। এভাবেই ফ্ল্যাশব্যাকে তুলে ধরা হয় পুরো কাহিনি।
‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’ নাটকে অভিনয় করেছেন পংকজ মজুমদার (মাল্লাম ইলিয়া), তৌফিক হাসান ভুইয়া (মালওয়াল), কাজী রোকসানা রুমা (শমসের, হালিমা ও মুখোশ অভিনয়শিল্পী), সামিনা লুৎফা নিত্রা (আততায়ী, আল-হাফিজ ও সোনিয়া), শেউতি শাহগুফতা, মিজানুর রহমান আব্দুল কাদের, ইমরান খান মুন্না, শামীমা শওকত লাভলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসও