প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে নিয়ে বই লিখেছেন তার দুই অনুজ হাসান শাহরিয়ার ও ফয়েজ জহির। গুণী শিল্পীর কর্ম ও জীবনভিত্তিক বই এটি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
এখানে আলোচক হিসেবে থাকবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, চিত্রশিল্পী রফিকুন্নবী, কবি নির্মলেন্দু গুণ, রাজনৈতিক ব্যক্তিত্ব হায়দার আকবর খান রনো এবং অধ্যাপক আব্দুস সেলিম। সূচনা বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
হাসান শাহরিয়ার জানালেন, ফয়েজ জহির ও তিনি এবারই প্রথম কোনো বই লিখলেন। এটি প্রকাশ করেছে বাঙলা পাবলিকেশন্স।
মামুনুর রশীদের জন্ম ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি। স্বাধীনতা-উত্তর মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিনি। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষণীয়। বিভিন্ন সামাজিক ইস্যু, শ্রেণীসংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্ত্বার অধিকার আদায়ের নানা আন্দোলন নিয়ে নাটক রচনা ও নাট্য পরিবেশনা দেশীয় নাট্যাঙ্গনে মামুনুর রশীদকে আলাদা স্থান করে দিয়েছে।
১৯৬৭ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন মামুনুর রশীদ। নাট্যশিল্পের প্রতি তার ভালোবাসা শুরু টাঙ্গাইলে নিজ গ্রামে যাত্রা ও লোকজ সংস্কৃতির সঙ্গে নিবিড় পরিচয়ের সূত্র ধরে। যাত্রার অভিনয় অভিজ্ঞতা তার নাট্যভাবনাকে প্রভাবিত করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। যুক্ত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন আরণ্যক নাট্যদল।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
জেএইচ