ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেশি-বিদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
দেশি-বিদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের অন্যতম নিয়মিত আয়োজনের একটি অংশ।

২২ এপ্রিল রাজধানীর ধানমন্ডিস্থ অলিয়াঁস ফ্রঁসেজে শুরু হয়েছে এই আয়োজন।

আয়োজকরা জানান, এবারের আসরে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৬৭টি দেশের ৫৬২টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭৬৮টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্য থেকে বাছাইকৃত সেরা ৮৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হচ্ছে অলিয়ঁস ফ্রসেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। দ্বিতীয় ও তৃতীয় দিন (২৪ ও ২৫ এপ্রিল) ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সকাল ১১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় ছবিগুলো দেখানো হবে।  

এদিকে সেরা  চলচ্চিত্র নির্মাতাকে দেওয়া হবে ‘জহির রায়হান বেস্ট শর্টস’ অ্যাওয়ার্ড এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরাও পাবেন পুরস্কার। আসরের সম্মানিত জুরি বোর্ডে ছিলেন অধ্যাপক মইনুদ্দীন খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাবেক সভাপতি রাশেদুল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব মোস্তাফিজ ও বিজ্ঞাপন নির্মাতা হাফিজুর রহমান টিটো। ‘প্যানারোমা’ও ‘কম্পিটিশন’এই দুই বিভাগে চলচ্চিত্র বাছাই করা হয়ে থাকে।

আগামী ২৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।  

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।