আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ‘শাশ্বত অস্তিত্ব’ শীর্ষক তরুণ শিল্পী সৌরভ চৌধুরীর প্রথম একক চিত্র প্রদর্শনী। ২২ এপ্রিল বিকেলে সাড়ে ৫টায় দো ক্যাফে লা ভেরান্দায় এর উদ্বোধন করা হয়।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মহপারিচালক মিস রূপালী চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন গ্যালারি কসমসের পরিচালক তেহমিনা এনায়েত, বরেন্য শিল্পী বীরেন সোম ও মইনুদ্দিন খালেদ। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক জনাব ব্রুনো প্লাস সম্মানিত অতিথিদের স্বাগত জানান ও সভাপতিত্ব করেন।
আর্টকনের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা-এর আয়োজনে এ সৌরভ চৌধুরীর চিত্র প্রদর্শনী চলবে ৯ মে পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা। জানা যায়, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। এটি সবার জন্য উন্মুক্ত। রোববার সাপ্তাহিক বন্ধ।
শিল্পী সৌরভ চৌধুরী ১৯৮৭ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভারসিটি অব্ ডেভলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগ থেকে ড্রইং ও পেইন্টিংয়ে বিএফএ ও এমএফএ ডিগ্রী অর্জন করেন।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এসও