ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার আহমেদ রুবেল

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
আবার আহমেদ রুবেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আহমেদ রুবেল যেন উধাও হয়ে গিয়েছিলেন! তাকে যেন পাওয়াই যাচ্ছিলো না কোথাও! তার সঙ্গে দেখা হতেই তিনি নিজেও মানলেন কথাটা। ‘পারিবারিক সমস্যার কারণে তিন বছর আমি প্রায় বিচ্যুত ছিলাম অভিনয় থেকে।

এখন আবার নিয়মিত কাজ করছি। নিয়মিতই করবো’-বললেন তিনি।

শনিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হাজির হন আহমেদ রুবেল। এখানে অনুষ্ঠিত হয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ ছবির মহরত। এতে খলচরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় এই অভিনেতা। তার বর্ণনা দিতে গিয়ে পরিচালক জানালেন, খুব চুপচাপ কিন্তু সবকিছুই উপেক্ষা করে লোকটি। কালো মুখোশে ঢাকা থাকে তার মুখ। ‘এ ধরনের চরিত্র এখানকার ছবিতে এর আগে কখনও দেখা যায়নি’- তার আত্মবিশ্বাস।

‘বিজলী’র মাধ্যমে অনেকদিন পর নতুন ছবি হাতে নিলেন আহমেদ রুবেল। সর্বশেষ নার্গিস আক্তারের পরিচালনায় ‘যৈবতী কন্যার মন’-এ অভিনয় করেন তিনি। এটি এখনও মুক্তি পায়নি। ২০১৪ সালের ১৪ নভেম্বর কলকাতায় মুক্তি পায় তার অভিনীত ‘পারাপার’। সঞ্জয় নাগের পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি।

নতুন ছবি প্রসঙ্গে আহমেদ রুবেল বাংলানিউজকে বললেন, ‘আমি চলচ্চিত্র পাগল একজন মানুষ। নতুন প্রজন্মের পরিচালক ইফতেখার চৌধুরী আমাকে তার ছবিতে অভিনয়ের জন্য আহ্বান জানিয়েছে, এজন্য আমি খুশি। তার দৃষ্টিভঙ্গি আমার কাছে পরিস্কার মনে হয়েছে। তাই কাজটা করতে সম্মতি জানিয়েছি। ’

চিত্রনায়িকা ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস থেকে তৈরি হতে যাচ্ছে ‘বিজলী’। এটাকে বলা হচ্ছে দেশের প্রথম সুপারহিরো ছবি। এতে নাম ভূমিকায় দেখা যাবে ববিকে। এ ছাড়াও আছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়, তার বিপরীতে অভিষেক হচ্ছে কলকাতার ছেলে রণবীরের। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, শিমুল খান, শিশুশিল্পী আরবাব সানজারা।

বড় পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও এখন ব্যস্ত সময় পার করছেন আহমেদ রুবেল। এরই মধ্যে রোজার ঈদের জন্য নির্মিত মাহফুজ আহমেদের একটি নাটকে কাজ করেছেন তিনি। একই পরিচালকের আরেকটি কাজ করবেন। এ ছাড়া ধারাবাহিকের কাজও চলছে।

ঢাকা থিয়েটারের হয়ে দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন আহমেদ রুবেল। টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন ২০০৫ সাল থেকে। ১৯৯৩ সালে ‘আখেরি হামলা’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন তিনি। তার অভিনীত ছবির তালিকায় আরও রয়েছে ‘চন্দ্রকথা’ (২০০৩), ‘ব্যাচেলর’ (২০০৪), ‘শ্যামল ছায়া’ (২০০৪), গেরিলা (২০১১), ‘দ্য লাস্ট ঠাকুর’।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।