দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের লেখা গল্প নিয়ে তৈরি টেলিফিল্ম। নাম ‘এবং তারপর’।
‘এবং তারপর’ টেলিফিল্মে পারভেজ চরিত্রে রিয়াজ ও নবনীতার ভূমিকায় দেখা যাবে মৌকে। এর গল্পে দেখা যাবে, জীবনের একটা সময় প্রাণচাঞ্চল্যে, উদ্দীপনা আর উচ্ছ্বাসে ভরা ছিলো নবনীতার জীবন। ঠিক উল্টো অর্থাৎ চুপচাপ আর একটু নিজের মধ্যে গুটিয়ে থাকা স্বভাবের ছিলো অন্য বন্ধু পারভেজ। বিয়ের পর নবনীতা স্বামীর সঙ্গে আমেরিকায় চলে গেলেও দুটো কিডনিই বিকল হয়ে যাওয়ায় ফিরে আসে বাংলাদেশে।
মায়ের সঙ্গে একমাত্র মেয়ে পুমরীকে নিয়ে ঢাকায় থাকে নবনীতা। তাকে খুঁজে বের করে পারভেজ ও অন্য বন্ধুরা। এতোদিন পর তাদেরকে পেয়ে নবনীতার মধ্যে অন্যরকম আশার আলো দেখা যায়। বন্ধুদের যেন আপন মানুষের চেয়ে আপন মনে হয়। পারভেজ তার হাতটা বাড়িয়ে দেয় নবনীতার দিকে- এক নতুন জীবনের জন্য- এক নতুন আশার জন্য।
টেলিফিল্মটির দৃশ্যায়ন হয়েছে ধানমন্ডি লেক ও পূবাইলে। এর চিত্রনাট্য তৈরি করেছেন মনসুর রহমান চঞ্চল, পরিচালনা করেছেন নুজহাত আলভী। এ ছাড়াও আছেন সজল, হিমি, লায়লা হাসান, সুজন, চৈতি ও ইমরান। আগামী রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘এবং তারপর’।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
জেএইচ