শিল্পকলায় এখন অনেক মঞ্চ, অনেক ধরনের অনুষ্ঠান। রোববার (২৪ এপ্রিল) ঘুরতে আসা অতিথিদের নজর কেড়েছে ক্ষুদে নাচিয়েরা।
শিল্পকলার চিত্রশালা প্লাজায় ছিলো শিশু-কিশোরদের জাঁকজমক নৃত্যানুষ্ঠান। আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ব্যতিক্রম পরিবেশনায় অংশ নেয় তারা। বৈশাখী গানের সঙ্গে নাচের পাশাপাশি বর্ষা, বসন্তসহ ষড়ঋতুর বন্দনায় গানে গানে নৃত্য পরিবেশন করে শিশুরা।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে সপ্তাহব্যাপী নৃত্যানুষ্ঠানে অংশ নিচ্ছে বুলবুল ললিতকলা একাডেমি, নৃত্য ছন্দ, ভোরের পাখি, ঝংকার ললিতকলা একাডেমি, পরশমণি কলাকেন্দ্র প্রমুখ নৃত্য সংগঠন।
কিছু গান
এদিকে সংগীতমেলার দ্বিতীয় দিনের আয়োজনও ছিলো চোখে পড়ার মতো। সম্মিলিত সংগীতশিল্পী সোসাইটির আয়োজনে এদিন শিল্পকলার উন্মুক্ত প্রাঙ্গণে ছিলো গান পিপাসু মানুষের সমাগম। বিরতিহীনভাবে মঞ্চে সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, প্রতীক হাসান, রাজিব, আয়েশা মৌসুমী, আরিফ রানা, সাগর বাউল প্রমুখ।
আধুনিক ও লোকগানে মঞ্চ মাতিয়েছেন শিল্পীরা। এদিন ব্যান্ডের গান পরিবেশন করে অবসকিওর, চক্র ও অরণ্য। সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রাত সাড়ে ৯টা পর্যন্ত গানের সুরে মেতেছিলো আগত দর্শক। মেলা প্রাঙ্গণে স্টলগুলোতে অ্যালবাম বিকিকিনিও ছিলো চোখে পড়ার মতো।
কয়েকটি নাটক
অন্যদিকে চলছে পঞ্চমবারের মতো যুব নাট্যোৎসব। দ্বিতীয় দিনও (২৪ এপ্রিল) প্রদর্শিত হয়েছে কয়েকটি নাটক। সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে মঞ্চস্থ নাটকের মধ্যে আছে রংপুর নাট্যকেন্দ্রের ‘মহুয়া প্রেম’ ও রংপীঠ নাট্যদলের ‘খেয়া পাড়ের মাঝি’।
অন্যদিকে একই সময়ে জাতীয় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে পরপর প্রদর্শিত হয়েছে নাট্যভূমির নাটক ‘মঞ্চচিত্র’ ও চিন্তক থিয়েটার গোবিন্দগঞ্জের ‘বেহুলা’।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
টিএস/জেএম/এসও