প্রয়াত সালমান শাহ, মৌসুমী, শাকিল খান, পপি, ডন, ইরিন জামান ও শাকিব খানসহ অনেক চলচ্চিত্র তারকার আবিস্কারক নির্মাতা সোহানুর রহমান সোহান। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির এই পরিচালক শুরু করেছেন নতুন অভিযাত্রা।
সোহান জানান, এর মাধ্যমে শিল্পী আবিস্কারের ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি। দেশ-বিদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের খ্যাতিমান প্রশিক্ষকদের মাধ্যমে এখান থেকেই বের হবে সালমান শাহর মতো শিল্পী।
অভিনয়, নাচ, ফাইট, চলচ্চিত্র পরিচালনা ও নাটক পরিচালনাসহ নানা বিষয়ে ছয় মাসের টেকনিক্যাল ট্রেনিং কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সোহানের এই প্রতিষ্ঠানে। এ পর্যন্ত তিনটি ব্যাচ বের হয়েছে ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট থেকে। কয়েকদিনের মধ্যে চতুর্থ ব্যাচের কোর্স শুরু হতে চলেছে। এর মধ্যে একদিন অনুপ্রেরণা জোগাতে অতিথি প্রশিক্ষক হিসেবে অংশ নেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী।
আগামী ১ মে থেকে চতুর্থ ব্যাচের ভর্তি শুরু হবে। এর আগে এই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর বেশকিছু শিল্পীকে সোহানুর রহমান সোহান নিজেই দিচ্ছেন অভিনয়ের সুযোগ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান গুণী এই পরিচালক।
এ প্রসঙ্গে সোহানুর রহমান সোহান বলেন, ‘চলচ্চিত্রে এখন শিল্পী সংকট রয়েছে। একটা চলচ্চিত্র বানানোর চিন্তা করলে শিল্পী খুঁজে পাওয়া যায় না। তাই আমার এই পদক্ষেপ। ’
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এসও/জেএইচ