ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবৃত্তি অ্যালবাম ‘ভালোবাসা বায়বীয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
আবৃত্তি অ্যালবাম ‘ভালোবাসা বায়বীয়’

তরুণ বাচিকশিল্পী সুমন্ত গুপ্ত। বেড়ে উঠেছেন কবিতার সঙ্গে।

প্রকৃতি ও প্রেমের কবিতা নিয়ে বের হয়েছেন সুমনের প্রথম একক আবৃত্তি এ্যালবাম ‘ভালোবাসা বায়বীয়’।  

সুমন গুপ্ত জানান, সম্প্রতি আবৃত্তি মেলা থেকে প্রকাশ হয়েছে অ্যালবামটি। এতে ১৫ জন কবির ১৫টি কবিতা আবৃত্তি করেছেন সিলেটের এই তরুণ। উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে- কবি শিহাব শাহরিয়ারের ‘দূরে ওড়ে শঙ্খচিল’, হুমায়ূন আজাদের ‘আমাকে ভালোবাসার পর’, আবু হাসান শাহরিয়ারের ‘নদীর পাশে একা’, রামচন্দ্র পালের ‘কৃষ্ণকলি ও শ্রাবণসখা’, হেলাল হাফিজের ‘অচল প্রেমের পদ্য’ প্রভৃতি।  

অ্যালবামে অতিথি আবৃত্তিশিল্পী ফারহানা আক্তার মিষ্টি। এটি পরিচালনা করেছেন মাহিদুল ইসলাম। আবহ বিন্যাস করেছেন মো. সেলিম। কারিগরি সহায়তায় ভয়েস ক্রিয়েটিভ জোন। এর প্রচ্ছদ করেছেন নাহিদ। অ্যালবামটি পাওয়া যাচ্ছে আবৃত্তিমেলা ও ফ্যাশন হাউস  বিশ্ব রংয়ের সব শাখায়।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।