ক্যারিয়ার গঠনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া চাই। এটা সবসময়ই চ্যালেঞ্জিং।
বেসরকারি টিভি চ্যানেল আইয়ের ‘প্রজন্ম আগামী’র চতুর্থ পর্বটি সাজানো হয়েছে এভাবে। তৃতীয় সিজনের চতুর্থ পর্বের এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যারিয়ার গঠনে সঠিক সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ও নিজেদের অভিজ্ঞতা বলবেন এভারেস্ট জয়ী বাংলাদেশী পর্বতারোহী এম এ মুহিত ও বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন সালমা খাতুন।
অনুষ্ঠানে ‘এইম ইন লাইফ’ নামের একটি সোশ্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন বিভিন্ন জেনারেশনের প্রতিনিধিত্ব করা মানুষদের জীবনে ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কীভাবে প্রভাব ফেলেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এমন কয়েকজন মেধাবী শিক্ষার্থীর সাক্ষাৎকারভিত্তিক একটি প্রামাণ্যচিত্র থাকছে এই পর্বে।
এছাড়া ‘প্রজন্ম আগামী’তে থাকছে মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর তৈরি করা আরেকটি প্রামাণ্যচিত্র।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছে ব্যান্ডদল দূরবীন। এ পর্ব শেষ হবে ‘ফিউচার পারফেক্ট টেন্স’ শিরোনামের একটি সিটকম শো দিয়ে। বরাবরের মতো এ পর্বের উপস্থাপনা করেছেন আনিশা ও জুনায়েদ। বুধবার (২৭ এপ্রিল) রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘প্রজন্ম আগামী’।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এসও