বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে চলছে আট দিনের ‘সংগীত মেলা’। এই আয়োজনে বাংলা গানে অবদান রাখার জন্য ২৫ জন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হচ্ছে।
সম্মিলিত সংগীতশিল্পী সোসাইটির এই আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানগুলো শুনলে আমরা উজ্জীবীত হতাম। সংগীত এমন একটা জিনিস যা মানুষকে হাসাতে, কাঁদাতে আবার প্রতিবাদী করে তুলতে পারে। ”
সম্মাননা গ্রহণের পর ফকির আলমগীর খালি গলায় গেয়ে শোনান ‘মুজিব আমার স্বপ্ন সাহস মুজিব জাতির পিতা’ গানটি। এ সময় মঞ্চে ছিলেন হাসান মতিউর রহমান।
এদিনও সংগীত মেলা শুরু হয় বিকেল ৩টায়। দ্বিতীয় পর্বের শুরুতে আশরাফ উদাস গেয়েছেন ‘পাগল মন রে’ ও ‘ভ্রমর কইয়ো গিয়া’ গান দুটি। তারপর মঞ্চে একে একে সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা, আলম সরকার, চমক, বেলি, কণিকা, ফয়সাল ফাহিম, মীর মাসুম, শামীম, রেশমীসহ অনেকে।
এদিকে জাতীয় চিত্রশালা প্লাজায় সন্ধ্যা ৭টায় ছিলো আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত নৃত্যানুষ্ঠান। এদিনও শিশুশিল্পীরাই উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করেছে বেশি। তাদের মধ্যে ছিলো ওয়াইএমসিএ, নটরাজ, পল্লবী ড্যান্স একাডেমি, সপ্তসুর সংগীত একাডেমি, নৃত্যশৈলী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ফাইন আর্টস (বাফা)সহ আরও কিছু নৃত্য সংগঠনের শিশুশিল্পীরা।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
জেএম/জেএইচ