ব্যতিক্রমী কথার গান করেন তানভীর আলম সজীব। তেমনই একটি গান ‘লাটিম’।
‘এই মনটা লইয়া লাটিম খেইলো না/সোনা বন্ধুরে/আমার মনে জানে মনের কথা/তাই মনটা লইয়াই মাথা ব্যথা…’ এমন কথায় গানটি গেয়েছেন সজীব। চমকপ্রদ বিষয় হলো, লেখা-সুর-সংগীত পরিচালনার পাশাপাশি গানটির ভিডিওতে ক্যামেরা চালানো ও সম্পাদনা করেছেন তিনি নিজেই!
এদিকে সজীব গানটির সুর নিজের বলে উল্লেখ করলেও এর সুর নেওয়া হয়েছে বহুল প্রচলিত ও জনপ্রিয় একটি লোকগান থেকে। গানটি হলো ‘আমায় এতো দুঃখ দিলি বন্ধুরে বন্ধু’।
সজীবের গাওয়া আলোচিত গানের মধ্যে রয়েছে ‘কবে যাবো পাহাড়ে’, ‘মন উচাটন’, ‘পালাবি পালা’ প্রভৃতি। ‘লাটিম’ গানটি তার নতুন এককের টাইটেল ট্র্যাক। ক’দিন আগে এটি বাজারে এনেছে জি সিরিজ। এর আগে তিনটি একক ছেড়েছেন সজীব। এগুলো হলো ‘বাড়ি কোথায় বলো’ (২০০৭), ‘মন উচাটন’ (২০০৯) ও ‘বেচেই দিলাম’ (২০১১)।
* তানভীর আলম সজীবের গাওয়া ‘লাটিম’-এর ভিডিও:
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এসও