ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তনুকে ঘিরে নাটকের মহড়া থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
তনুকে ঘিরে নাটকের মহড়া থেকে ‘শিকারী’ নাটকের মহড়া-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বৈশাখ, বুধবার (২৭ এপ্রিল)। ঘড়ির কাঁটায় তখনও সকাল ৭টা বাজার ৫ মিনিট বাকি।

পথনাট্য পরিষদের শিল্পীরা হাজির বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। তাদের উদ্দেশ্য কী?

হারমোনিয়াম, বাঁশি, ড্রামস- আনুসঙ্গিক যন্ত্রানুষঙ্গ নিয়ে তৈরি সবাই। ঠিক ৭টা বাজতেই শুরু হলো মহড়া। পথনাট্য পরিষদের এই নাটকটির নির্দেশক নাসিরউদ্দীন ইউসুফ, সহযোগী দোলাও প্রস্তুত।

‘ধন ধান্যে পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’- ৬ জন মেয়ে গাইছে গানটি। এর মধ্য দিয়েই নাটকের মহড়া শুরু হলো। গান শেষ না হতেই পাশ থেকে ৪ জন ছেলে আক্রমণ করলো ওদের ওপর! আর সেই চার ছেলের সঙ্গে ছিলো আরেকজন, নাটকে তিনি রেফারির ভূমিকায়। কিছুক্ষণ পর নাটকের মহড়ায় আগমন ঘটলো অন্য এক মেয়ের। এ সময় পাশ থেকে সকলে মিলে গেয়ে উঠলো ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গানটি। প্রথম দৃশ্যের পুনরাবৃত্তি ঘটলো। এই দৃশ্যে এলো ৬ জন ছেলে। নাটকে এরা হলো শিকারি। পশু বা পাখি শিকারী নয়, এরা নারী শিকারী তথা নারী নির্যাতনকারী।

‘শিকারী’ নামের নাটকটির মহড়া শেষে বাংলানিউজের সঙ্গে কথা হয় নির্দেশক নাসিরউদ্দীন ইউসুফের সঙ্গে। তিনি বললেন, ‘চারপাশে শুধু নারী নির্যাতন, খুন হচ্ছে; বিশেষ করে তনুকে হত্যার ঘটনা আমাদেরকে নাড়া দিয়েছে। তনুকে কেন্দ্র করেই নাটকটি লেখা হয়েছে। ’

এদিন নাটকের মহড়ায় অংশ নিয়েছেন অভিনয়শিল্পী ফয়সাল, মাসুক, ফেরদৌস, রবিন, লিটা, সঙ্গীতা, জুঁইসহ আরও অনেকে। জানা যায়, ‘শিকারী’ নাটকের শিল্পীদের সবাই তরুণ।  

১৫ এপ্রিল থেকে নাটকটির মহড়া শুরু হয়েছে। এটি লিখেছেন মান্নান হীরা। নাটকটির ৩০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শিকারী’র প্রথম প্রর্দশনী অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।