ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাতিঘরের প্রতিবাদ সংহতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
বাতিঘরের প্রতিবাদ সংহতি

সম্প্রতি পৃথক ঘটনায় নিহত হয়েছেন দু’জন নাট্যকর্মী। এর প্রতিবাদে কর্মসূচী হাতে নিয়েছে নাটকের দল বাতিঘর।

আগামী পহেলা মে প্রতিবাদ সংহতি অনুষ্ঠান করবে দলটি।  

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রনাট্যশালা প্রাঙ্গণে নাট্যকর্মী তনয় ও তনুর বিচারের দাবিতে থাকছে এই আয়োজন। ওই দিন বিকেল সাড়ে ৪টায় এতে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

বাতিঘরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপন জানান,  এদিকে কয়েকটি নাট্যদলের অংশগ্রহণে আলোচনা সভা হবে। দলগুলো হলো প্রাচ্যনাট, তীরন্দাজ ও সংবৃতা। পাশাপাশি সন্ধ্যা ৭টায় শিল্পকলা বাকার বকুলের নির্দেশনায় নাটক ‘ঊর্ণাজাল’ এর ৯ম মঞ্চায়ন করবে বাতিঘর।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মুক্ত নীল, সজীব তানভীর, সাদ্দাম রাহমান, সাবরিনা শারমিন, মনিরুজ্জামান লিপন, সাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় গোস্বামী, সঞ্জয় হালদার, ফিরোজ মুনীর, শিশির সরকার, সাদিয়া ইউসুফ, নিকুল কুমার মন্দল, শাহানা জয়, লাবনী লুবনা, তানজিম আহমেদ শাফি, রুম্মান শারু, তারানা তাব্বাসুম চেরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এসও 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।