ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাহরুখের থেকে ১০১ কোটি রুপি দাবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
শাহরুখের থেকে ১০১ কোটি রুপি দাবি শাহরুখ খান

নতুন সমস্যার সম্মুখীন হলো শাহরুখ খানের ‘রায়ীস’। গ্যাংস্টার আবদুল লতিফের পুত্র মুশতাক শেখ একটি মানহানির মামলা দায়ের করেছেন ছবিটির বিরুদ্ধে।

মুশতাকের দাবি, এই ছবিটি তার বাবার আদোলে তৈরি করা হয়েছে। এটি তাদের পরিবারের সম্মানকে নষ্ট করে দিতে পারে। এ কারণে ১০১ কোটি রুপি দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সিভিল আদালতের বিচারক আরটি ভাটসানি শাহরুখ ও তার স্ত্রী গৌরি খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট, সহ-প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিদ্ধাওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট এবং পরিচালক রাহুল ঢোলাকিয়ার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। এর শুনানি হবে আগামী ১১ মে।  

অন্যদিকে মুশতাকের আইনজীবী গাজ্জার জানান, বাস্তব জীবনে ৯৭ টি মামলা রয়েছে লতিফের বিরুদ্ধে। তবে অবৈধ মদ ব্যবসায় তিনি কখনও নারীদের আসতে দেননি। কিন্তু ছবির টিজারে দেখা গেছে, নারীরাও এ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। সমাজে এ বিষটি লতিফের পরিবারের সম্মানকে নষ্ট করে দিতে পারে।  

‘রায়ীস’-এ কিং খানকে আহেমদাবাদের ডন আবদুল লতিফের চরিত্রেই দেখা যাবে। নব্বই দশকে যে কি-না গুজরাতে অবৈধভাবে মদের ব্যবসা করতেন। ৪০টি খুন করেছেন লতিফ। ১৯৯৫ সালে তাকে গ্রেফতার করা হয় এবং ১৯৯৭ সালে সাবারমতি জেল থেকে পালিয়ে যান তিনি। এ ছবিতে আরও অভিনয় করেছেন নওয়‍াজুদ্দিন সিদ্দিকি ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এ বছর ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে শোনা যাচ্ছে, এর মুক্তির তারিখ ঠিক নাও থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
বিএসকে/ এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।