‘টম্ব রেইডার’ গেম সিরিজ নিয়ে নির্মিত দুটি ছবিতে লারা ক্রফটের ভূমিকায় কাজ করেছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। প্রথমটি ২০০১ সালে, পরেরটি ২০০৩ সালে।
অবশেষে ১৩ বছর পর গেমসটি অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি। এবার জোলি নন, প্রত্নতত্ত্ববিদ-অভিযাত্রী লারা ক্রফট চরিত্রে দর্শকরা দেখবেন অ্যালিসিয়া ভিক্যান্ডারকে। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ২৭ বছর বয়সী এই সুইডিশ অভিনেত্রী।
লারা ক্রফট চরিত্রে ডেইজি রিডলি, এমিলিয়া ক্লার্ক, কারা ডেলেভিন ও জেমা আর্থারটনের কথাও ভাবা হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত দান মেরে দিলেন অ্যালিসিয়া। এ বছরের ফেব্রুয়ারিতে ‘দ্য ডেনিশ গার্ল’ ছবির জন্য অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে লাইমলাইটে চলে আসেন তিনি। এ ছাড়া ‘এক্স মেকিনা’ ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
সম্প্রতি ম্যাট ডেমনের সঙ্গে ‘জেসন বোর্ন’ সিরিজের নতুন পর্বে অভিনয় করেছেন অ্যালিসিয়া। এটি মুক্তি পাবে চলতি বছরের শেষভাগে। আর নতুন টম্ব রেইডার ছবিটি আসবে ২০১৭ সালের শেষ প্রান্তে।
টম্ব রেইডার গেমসের মাধ্যমে লারা ক্রফট প্রথম বাজারে আসে ১৯৯৬ সালে। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এর সাড়ে চার কোটি কপি বিক্রি হয়েছে। গেমিং বিশ্বে সবচেয়ে জনপ্রিয় চরিত্রের মধ্যে লারা অন্যতম। বাদামি পনিটেইল, ফিরোজা রঙা ট্যাঙ্ক টপ ও দুটি পিস্তল- এটাই তার চেনা রূপ। লারা ক্রফটই গেম দুনিয়ার প্রথম কোনো নারী চরিত্র যাকে নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে।
বাংলাদেশ সময় : ১২২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
জেএইচ