সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন সাতজন গুণী শিল্পীকে শিল্পকলা পদক দিতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবার এ পদক পাচ্ছেন নৃত্যে সালেহা চৌধুরী, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, নাট্যকলায় কাজী বোরহানউদ্দীন, যন্ত্রসংগীতে সুজেয় শ্যাম, আবৃত্তিতে নিখিল সেন, চারুকলায় সৈয়দ আবুল বারক আলভী, কণ্ঠসংগীতে মিহির কুমার নন্দী।
আগামী ৫ মে বিকেল ৩টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। তিনিই নির্বাচিত শিল্পীদের হাতে পদক তুলে দেবেন। পদকপ্রাপ্তদের সম্মাননা হিসেবে দেওয়া হচ্ছে এক লাখ টাকা, সোনার পদক, উত্তরীয় এবং ফুলেল শুভেচ্ছা। এ ছাড়া রাষ্ট্রপতিকে একাডেমির পক্ষ থেকে দেওয়া হবে ক্রেস্ট।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পদক প্রদান ও আলোচনা শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার পরিচালনায় ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘জন্মভূমি’, ‘স্বরঋতু’ শীর্ষক তিনটি সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্চল।
মঙ্গলবার (৩ মে) দুপুর ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এখানে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক এ আর মোল্লা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০১৩ সালে প্রথম শুরু হয় ‘শিল্পকলা পদক’ প্রদান। এর ধারাবাহিকতায় চতুর্থবারের মতো দেওয়া হচ্ছে এটি।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ০৩, ২০১৬
জেএইচ