টিভি নাটকের মা হিসেবেই পরিচিত অভিনেত্রী শর্মিলী আহমেদ। বেশিরভাগ সময় মায়ের চরিত্রেই অভিনয় করেছেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী রিচি সোলায়মান, দীপা খন্দকার, ফারজানা চুমকি ও আজমেরী হক বাঁধন। তারাও প্রত্যেকেই মা। তাদের সন্তানেরাও থাকবে এ আয়োজনে। মিডিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত মা ও তাদের সন্তানদের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে আলোচনায়। ব্যস্ততার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ ভাবনা নিয়ে মতামত প্রকাশ করেছেন অতিথিরা।
উপস্থাপনা প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন, ‘এর আগে কখনও উপস্থাপনা করা হয়ে ওঠেনি। অনুষ্ঠানটির অতিথিরা আমার সন্তানতুল্য। অতিথি আর ওদের সন্তানদের সঙ্গে আড্ডাটা দারুণ উপভোগ করেছি। ’
সম্প্রতি একুশে টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির ধারণ কাজ সম্পন্ন হয়। দীপু হাজরার প্রযোজনায় বিশ্ব মা দিবস উপলক্ষে আগামী ৮ মে রাত ১০টায় চ্যানেলটিতে প্রচার হবে ‘আমার মা, আমার পৃথিবী’।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ০৪, ২০১৬
জেএইচ