১৩ বছর বয়সী কিশোরী সোফি বার্টেলস মৃত্যুপথযাত্রী। বাঁচবে কি-না বলা যাচ্ছে না।
কেটির দৃষ্টি আকর্ষণের জন্য সোফির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। এতে সাড়া দিতে দেরি করেননি পেরি। নিজের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’-এর প্রসঙ্গ টেনে ৩১ বছর বয়সী এই গায়িকা ভিডিওতে বলেন, “সোফি, তোমার কথা শুনেছি। তোমাকে ‘ফায়ারওয়ার্ক’ বলতে চাই। তোমাকে আমি ভালোবাসি। সবাই তোমাকে ভালোবাসে। এই মুহূর্তে বিশ্বের সব প্রান্তে আমরা সবাই তোমার কথা ভাবছি। ”
‘ইউ আর অ্যা ফায়ারওয়ার্ক সোফি’ হ্যাশট্যাগটি হাজার হাজার মানুষ শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোফির বাবা অ্যান্ড্রু জানান, কেটি পেরির ভিডিও বার্তা দেখে খুব খুশি সোফি। কেটির মনোযোগ কাড়তে যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়েছে মেয়েটি।
জুভেনাইল স্যান্ডহফ নামের বিরল জেনেটিক ব্যাধিতে আক্রান্ত সোফি বার্টেলস। সে এখন গ্রেট ব্রিটেনের আইল অব ম্যান দ্বীপের রেবেকা হাউস চিলড্রেন’স হসপাইসে চিকিৎসাধীন আছে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ০৪, ২০১৬
জেএইচ